চীনের প্রেসিডেন্ট সি চিনপিং-এর লেখা একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ সোমবার প্রকাশিত হতে যাচ্ছে। এই প্রবন্ধে তিনি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আত্ম-সংস্কারের গুরুত্বের উপর জোর দিয়েছেন।
সিপিসি কেন্দ্রীয় কমিটির ফ্ল্যাগশিপ ম্যাগাজিন ছিউশি জার্নালের ২৪তম সংখ্যায় এই প্রবন্ধটি প্রকাশিত হবে। প্রবন্ধে সি চিনপিং উল্লেখ করেছেন, সিপিসিকে দেশের উন্নতি এবং সমাজতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেছেন, বিভিন্ন পরিস্থিতি ও কাজের পরিবর্তনের সাথে সাথে পার্টির অভ্যন্তরে নানা ধরনের সংঘাত ও সমস্যা দেখা দিতে পারে। এই নেতিবাচক প্রভাবগুলো দূর করার জন্য পার্টির আত্ম-সংস্কার অত্যন্ত জরুরি।
প্রবন্ধে সি চিনপিং জোর দিয়ে বলেছেন, সিপিসি সর্বদা সমগ্র চীনা জনগণের মৌলিক স্বার্থের প্রতিনিধিত্ব করে। নিজ স্বার্থ না দেখে পার্টি তার সম্পূর্ণ আত্ম-সংস্কারের চেতনা বজায় রাখবে এবং দ্রুততার সাথে নিজের সমস্যাগুলো সনাক্ত করে সমাধান করবে।