জুন ৩: গত পয়লা জুন সন্ধ্যায়, অটো যন্ত্রাংশ, গৃহস্থালীর যন্ত্রপাতি, ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বোঝাই করে একটি ইউপরোপগামী ট্রেন, এরলিয়ানহট রেলস্টেশন ত্যাগ করে। এটি ছিল চলতি বছর চীন-ইউরোপ রেলপথে চলাচলকারী ১৫০০তম ট্রেন। চীনের রেলওয়ে হোহহট ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির এরলিয়ানহট স্টেশনের প্রযুক্তি বিভাগের প্রধান ইয়াং তুং তুং জানান, কার্যকরভাবে কাস্টমস ক্লিয়ারেন্স খাতে দক্ষতা বাড়াতে স্টেশনটি ‘ডিজিটাল পোর্ট সিস্টেমের’ ওপর নির্ভর করছে। এতে, চীন-ইউরোপ ট্রেনসংশ্লিষ্ট বিভিন্ন কাজের সময় ৮ ঘন্টা থেকে ২ ঘন্টায় নেমে এসেছে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।