ঢাকা

ড্রাগন নৌকা উৎসবের ছুটিতে হংকংয়ে সাড়ে ৪ লাখ পর্যটক

  • হালনাগাদ : ০৪ জুন, ২০২৫
  • দেখেছে : 26
ড্রাগন নৌকা উৎসবের ছুটিতে হংকংয়ে সাড়ে ৪ লাখ পর্যটক ড্রাগন নৌকা উৎসবের ছুটিতে হংকংয়ে সাড়ে ৪ লাখ পর্যটক

জুন ৪: এবারের তিন দিনের ড্রাগন নৌকা উৎসবের ছুটিতে, মোট ৪ লাখ ৬০ হাজার পর্যটক হংকং ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি। গতকাল (মঙ্গলবার) হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের প্রশাসনের প্রধান সচিব ছেন কুও চি এ তথ্য জানান। 


হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের ইমিগ্রেশন বিভাগের পরিসংখ্যান অনুসারে, ড্রাগন নৌকা উত্সবের ছুটিতে হংকংয়ে চীনের মূল ভূখণ্ড থেকে আসা পর্যটকের সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। 


পরিসংখ্যানে আরও বলা হয়, গত ৩১ মে মূল ভূভাগ থেকে সর্বোচ্চসংখ্যক পর্যটক হংকংয়ে আসেন। তাদের সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার।

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।