জুন ৪: গতকাল (মঙ্গলবার) চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরে, ‘চিয়াংসুর নতুন পরিষেবা ও জীবন উপভোগ’ শীর্ষক কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের উদ্দেশ্য, বিভিন্ন পরিষেবার ভোগ বৃদ্ধি এবং সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষায় কাজ করা।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় উদ্বোধনী অনুষ্ঠানে ‘২০২৫ সালের জাতীয় পরিষেবা ভোগ মৌসুম কার্যক্রম প্রস্তাব’ প্রকাশ করে। এই কার্যক্রমের মূল প্রতিপাদ্য: ‘সুন্দর পরিষেবা উপভোগ করা এবং একসাথে একটি সুখী জীবন গড়ে তোলা’। ১২টি কেন্দ্রীয় বিভাগ এবং ১৩টি জাতীয় শিল্প সমিতি, স্থানীয় ও নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম কোম্পানি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।