বিপিএলের প্রথম পর্ব শেষ হতে আর দুটি ম্যাচই বাকি আছে। এই দুই ম্যাচ ঘিরে চারটি দলের সামনে আলাদা আলাদা সমীকরণ। কোনো দলের লড়াই টুর্নামেন্টে টিকে থাকার।
কোনো দলের কোয়ালিফায়ার মানে ফাইনালে যাওয়ার পথে একটি ‘জীবন’ বেশি পাওয়ার লড়াই। আজ মাঠে নামতে যাওয়া ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস অবশ্য এসব সমীকরণের মধ্যে নেই। বরিশাল আগেই কোয়ালিফায়ারে পৌঁছে গেছে, ঢাকার বিদায়ও নিশ্চিত হয়ে গেছে আগেই।
১২ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা রাজশাহী তাকিয়ে থাকবে ঢাকা–খুলনা ম্যাচের দিকে। খুলনার সমীকরণটা সোজাসাপটা, জিতলেই প্লে-অফ নিশ্চিত। ঢাকাকে হারালে খুলনার পয়েন্ট হবে রাজশাহীর সমান, ১২। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ চারে যাবে খুলনা (এই মুহূর্তে +০.০৫০), বাদ পড়বে রাজশাহী (-১.০৩০)। আর খুলনা হেরে গেলে আলোচিত রাজশাহীই খেলবে এলিমিনেটরে।
সূত্র: নিজেস্ব প্রতিবেদক