ঢাকা

বেইজিংয়ে সুং থাওয়ের সঙ্গে থাইতুং কাউন্টির গভর্নরের বৈঠক

  • হালনাগাদ : ০৫ জানুয়ারী, ২০২৫
  • দেখেছে : 71
বেইজিংয়ে সুং থাওয়ের সঙ্গে থাইতুং কাউন্টির গভর্নরের বৈঠক বেইজিংয়ে সুং থাওয়ের সঙ্গে থাইতুং কাউন্টির গভর্নরের বৈঠক

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ানবিষয়ক কার্যালয় ও রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের পরিচালক সুং থাও, গতকাল (শনিবার) বেইজিংয়ে, থাইতুং কাউন্টির গভর্নর রাও ছিং লিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে সুং থাও বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন, দু’তীরের জনসাধারণ একটি পরিবার, কেউ আমাদের রক্ত ও পারিবারিক সম্পর্ক ছিন্ন করতে পারবে না এবং জাতীয় পুনর্মিলনের ঐতিহাসিক প্রবণতাও কেউ থামাতে পারবে না। পরিবারের সদস্যদের জন্য পরিবারের উষ্ণতা রয়েছে; আমাদের উচিত সর্বদা একে অপরকে ভালোবাসা এবং পরস্পরের আরও ঘনিষ্ঠ হওয়া। ‘দুই তীর এক পরিবার’ ধারণা কাজে লাগিয়ে, দুই তীরের জনসাধারণের কল্যাণ বাড়াতে হ রাও ছিংলিং তাইওয়ান থেকে পণ্য আমদানি পুনরায় শুরু ও তা বাড়ানোর জন্য মূল ভূখণ্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘৯২ মতৈক্য’-এ অবিচল থাকা এবং ‘তাইওয়ানপন্থী’-দের বিরোধিতা করার ভিত্তিতে, বিনিময় ও পারস্পরিক যোগাযোগের পথে এগিয়ে যাবে তাইওয়ান, যাতে দুই তীরের জনসাধারণের জন্য আরও বেশি কল্যাণ সৃষ্টি করা যায়।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।