ঢাকা

শাংগ্রি-লা সংলাপে চীন সম্পর্কে মার্কিন নেতিবাচক মন্তব্যে অসন্তুষ্ট বেইজিং

  • হালনাগাদ : ০৪ জুন, ২০২৫
  • দেখেছে : 18
শাংগ্রি-লা সংলাপে চীন সম্পর্কে মার্কিন নেতিবাচক মন্তব্যে অসন্তুষ্ট বেইজিং শাংগ্রি-লা সংলাপে চীন সম্পর্কে মার্কিন নেতিবাচক মন্তব্যে অসন্তুষ্ট বেইজিং

জুন ৪: সম্প্রতি শাংগ্রি-লা সংলাপে  জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সের সাথে মিলে যুক্তরাষ্ট্র তথাকথিত ‘চীনা হুমকি’ তত্ত্ব প্রচার করেছে; পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগর সমস্যাকে ব্যবহার করে এতদঞ্চলের দেশগুলোর মধ্যে সংঘাত উস্কে দেওয়ার অপচেষ্টা করেছে। চীন এর তীব্র বিরোধিতা ও নিন্দা জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 


মুখপাত্র লিন বলেন, শীতল যুদ্ধের মানসিকতা সময়ের প্রবণতার বিপরীত। এ দিয়ে সমস্যার সমাধান করা যায় না; চীনকে ভয় পাইয়ে দেওয়াও এর মাধ্যমে সম্ভব নয়। আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় চীন বরাবরের মতো দৃঢ়প্রতিজ্ঞ। 


উল্লেখ্য, গত ৩১ মে, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রীরা শাংগ্রি-লা সংলাপে মিলিত হন। সংলাপের পর এক যৌথ বিবৃতিতে, চীনের বিরুদ্ধে পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরে বল প্রয়োগের অভিযোগ আনা হয় এবং একসাথে তথাকথিত ‘চীনা হুমকি’ মোকাবিলার কথা বলা হয়। 


সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।